About us

আমাদের কোর্স

আমরা বিশ্বমানের আপডেট কোর্স প্রদান করে থাকি।

আমাদের মেন্টর

তারা দক্ষ এবং অভিজ্ঞ এবং সর্বদা ছাত্র-ছাত্রীদের বেশী কেয়ার নেন।

সাপোর্ট

প্রোগ্রামিং ঘরবাড়ি ২৪ ঘন্টা অন-লাইন সাপোট দিয়ে থাকেন।

আমাদের সম্পর্কে

প্রোগ্রামিং ঘরবাড়ি আইটি ইনস্টিটিউট, আইটিতে সাফল্য সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে, ক্রিয়েটিভ আইটি ২ বছর ধরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখে চলেছে এবং যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে বহুমুখী সাফল্য অর্জন করছে। বাংলাদেশের অন্যতম এই আইটি প্রতিষ্ঠানটি ২০২২ সাল থেকে বেকার সমস্যা দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আইটি এক্সপার্ট তৈরির জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান

আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেটেড রাখতে আপনার পাশে রয়েছে প্রোগ্রামিং ঘরবাড়ি আইটি ইনস্টিটিউট। আইটি সেক্টর হোক বা নন-আইটি সেক্টর, সবখানেই এখন আইটি এক্সপার্টদের ভালো চাহিদা রয়েছে। এজন্যই আপডেটেড কারিকুলাম, অভিজ্ঞ মেন্টর ২ বছর যাবত আমরা তৈরি করে চলেছি আইটি এক্সপার্ট। এর ধারাবাহিকতায় আমরা পেয়েছি সফল মুখ, যারা নিজেরা স্বাবলম্বী হয়ে কর্মসংস্থান তৈরি করেছেন আরও মানুষের। আর এই শিক্ষার্থীদের সাফল্য আমাদের পথচলার অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই প্রতিভাবান, আর আপনার প্রতিভা বিকাশের দায়িত্ব আমাদের। প্রয়োজন কেবল আপনার আগ্রহ এবং নিয়মিত অনুশীলনের।

Mentor Profile

mentor name of programming gharbari IT
S.M. Samrat

Python, Django, Rest api

mentor name of programming gharbari IT
Hridoy Roy

React js, Next js, vue js

'